জনতার কলম প্রতিনিধিঃ- ইউক্রেন এবং রুশ যুদ্ধের ১০০ দিন সম্প্রতি পূর্ণ হয়েছে । এই ১০০ দিনের মাঝে একাধিকবার দুই দেশের তরফেই প্রতিনিধিরা যুদ্ধ বিরতি নিয়ে বৈঠকে বসেছেন। তবে সেই আলোচনার কোনও বাস্তব প্রয়োগ ফুটে ওঠেনি। এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। এই পরিস্থিতিতে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের সঙ্গে ‘ সরাসরি কথা ’ বলতে প্রস্তুত। বলা চলে মার্চ মাস থেকে দুই দেশের মধ্যে যুদ্ধে ইতি টানা নিয়ে কোনওরকম আলোচনা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাই তিনি সরাসরি আলোচনার জন্য এগিয়ে আসার কথা জানিয়েছেন। তিনি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন , ‘ এখানে কেউ আলোচনা করতে প্রস্তুত নয় , কিন্তু …। ‘ উল্লেখ্য , এর আগেও যুদ্ধ শেষের বিষয়ে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন জ়েলেনস্কি বলে।