জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া – ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গোটা বিশ্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল । আমেরিকা , ব্রিটেন , ফ্রান্সের মে বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলি এই তালিকায় ছিল । ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতা করলেও দ্বিতীয়বারের জন্য নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গলায় এবার অন্য সুর । ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন , রাশিয়াকে অপমান করার পক্ষপাতী নন কারণ যখন যুদ্ধ থেমে যাবে তখন যেন কূটনৈতিক সমস্যার সমধান খুঁজতে কোনও সমস্যা না হয় । ম্যাক্রো জানিয়েছে , এই যু থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী প্যারিস । ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাবার্তা বজায় রাখার চেষ্টা করেছেন । কিন্তু ফরাসি প্রেসিডেন্টের এই অবস্থানের সমালোচনা করেছিল ইউরোপের বেশ কিছু দেশ ।