Site icon janatar kalam

ভারত-আমেরিকার সম্পর্কের রসায়ন মজবুত করতে নয়া বার্তা দিল জো বাইডেন

জনতার কলম প্রতিনিধিঃ- সামরিক ক্ষেত্রে হোক বা অন্যান্য রাজনৈতিক ইস্যু, ট্রাম্প জমানায় বরাবরই মোদী সরকারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আমেরিকার। এমনকী আন্তর্জাতিক নানা ইস্যুতে ভারত সরকারের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল মার্কিন প্রশাসনকে। তবে, জো বাইডেন মসনদে বসার পরেও শেই সম্পর্ক অটুট থাকবে আশা করা হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই তা খানিক জল পড়ে। এমনকী লাগাতার মার্কিন হুঁশিয়ারির তোয়াক্কা না করে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি আওয়াজ তোলেনি দিল্লি। উল্টে বজায় রেখেছিল নিরপেক্ষ অবস্থান। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর তৈরি হয়। এমনকী অনেকেই ভাবতে শুরু করেন তবে কী ফের সম্পর্কের পারাপতন শুরু হল ভারত-আমেরিকার সম্পর্কের? যদিও সেই জল্পনায় জল ঢেলে জাপানে কোয়াড বৈঠকে যোগ দিয়েই ভারত-আমেরিকার সম্পর্কের রসায়ন মজবুত করতে নয়া বার্তা দিতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। এদিন তিনি বলেন করোনা যুদ্ধে ভারত যে ভাবে টিকাকরণে দ্রুত সাফল্যের মুখ দেখেছে তা নিয়ে মোদীর দরাজ প্রশংসা করেছেন বাইডেন। এমনকী ভারত-মার্কিন অংশীদারিত্বকে এক নতুন মাত্রা দিতেও চান বাইডেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পৃথিবীর সবথেকে কাছের সম্পর্ক’ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

Exit mobile version