জনতার কলম প্রতিনিধিঃ- জল্পনা তুঙ্গে পুতিনের পতন নিয়ে। রাশিয়া যখন বিশ্বকে বিশ্বাস করাচ্ছে, ইউক্রেনে তারাই জিতবে, তখন ইউক্রেনের তরফে দাবি করা হল অসুস্থ পুতিনের পক্ষে যুদ্ধজয় সম্ভব নয়, এবং তিনি আর রাশিয়ার নেতৃপদে থাকতে পারবেন না। ইউক্রেনের এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের এক অভ্যুত্থান চলছে এবং এটাকে থামানো যাবে না।ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই এমনটা দাবি করা হল। ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল কিরিলো বুদানভ এই দাবি করেছেন। বুদানভ ভবিষ্যদ্বাণীর সুরে বলেছেন, আগামী আগস্টের মাঝামাঝি এই যুদ্ধ গুরুত্বপূর্ণ একটি মোড় নেবে। তবে তিনি এ-ও বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ এই যুদ্ধ শেষ হবে। বুদানভ দাবি করেন, এই যুদ্ধে রাশিয়া হেরে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সরিয়ে দেওয়া হবে, ভেঙে পড়বে রাশিয়া। বুদানভ বলেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়ায় নেতৃত্বের পরিবর্তনের আসবে। এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।