জনতার কলম প্রতিনিধিঃ- শ্রীলঙ্কায় অবশেষে কাটলো রাজনৈতিক জটিলতা। প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষের পদত্যাগের পর প্রবল অস্থিরতা শুরু হয়েছিল দেশে। বিরোধীপক্ষ ও মাহিন্দ্রা রাজাপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রাণহানিও হয়েছে। এই পরিস্থিতিতে এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বসেছেন রনিল বিক্রমসিঙ্ঘে। পদে এসেই ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি কেননা শ্রীলঙ্কার অত্যন্ত জটিল আর্থিক পরিস্থিতিতে ভারত সাহায্য করেছে। ভারতের প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে পড়শি দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাতে চাই।’ পদে বসার পর একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এমন মন্তব্য করেন। চলতি বছরের জানুয়ারি থেকে শ্রীলঙ্কাকে বিভিন্ন ভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য় করেছে ভারত। শ্রীলঙ্কার নতুন সরকারের পাশে থাকার এবং সাহায্য করারও বার্তা দিয়েছে ভারত।