Site icon janatar kalam

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

জনতার কলম প্রতিনিধি:- ভারত এবং বাংলাদেশ দুদেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তারা জানিয়েছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথোপকথনে হাসিনা বলেন, “কানেকটিভিটি বাড়ানো হলে ভারতের উত্তর-পূর্বের আসাম ও ত্রিপুরার মত রাজ্যগুলি চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রবেশ করতে পারবে।” কেননা এর আগে ২০১০ সালে ভারত ও বাংলাদেশ একটি মৌ স্বাক্ষর করে। এর মাধ্যমে ভারত থেকে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ২০১৮ সালে, বাংলাদেশ মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করে। জয়শঙ্কর বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাছাড়া চট্টগ্রাম বন্দর অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই বন্দর অবস্থিত। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কাছাকাছি অবস্থিত হওয়ায় এই বন্দরের সাহায্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version