জনতার কলম প্রতিনিধিঃ- ইতিমধ্যেই একমাস অতিক্রান্ত হয়ে গিয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে। লাগাতার যুদ্ধে প্রায় ধ্বংসস্তূপ ইউক্রেনের একাধিক এলাকা। তারই মধ্যে পাওয়া গেল একটু শান্তির ইঙ্গিত? কেননা বৃহস্পতিবার মারিউপলে সংঘর্ষবিরতির ঘোষণা করল রাশিয়া। সেখানে আটকে থাকা নাগরিকরা যাতে সহজে নিরাপদ জায়গায় চলে যেতে পারেন, সেই কারণেই এমন সিদ্ধান্ত রাশিয়ার। যদিও মারিউপুলে সংঘর্ষবিরতির কথা ঘোষণা হলেও অন্যত্র থামছে না রাশিয়ার হামলা। পূর্ব ইউক্রেনের একাধিক জায়গায় লাগাতার হামলা চালিয়েছে রাশিয়া। ওই এলাকার তেলের ভান্ডার এবং একাধিক কারখানার উপর হামলা করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।