জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদে শপথ নিলেন এরিক গারসেটি। ভারতে রাষ্ট্রদূত হয়ে আসার আগে গারসেটি ছিলেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র। প্রথমবার মেয়র হওয়ার পর আড়াই বছর ওই পদে ছিলেন। জো বাইডেনের অনুগত গারসেটি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বদের মধ্যে অন্যতম।