Site icon janatar kalam

ভারত সফরের পর মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনার ধাক্কা কাটিয়ে অনেকটাই ছন্দে ফিরেছে গোটা বিশ্ব। নিষেধাজ্ঞা উঠে যেতেই নতুন করে দেশগুলিতে শীর্ষ নেতাদের যাওয়া-আসা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বিদেশ সফরে যাচ্ছেন তেমনি ভারতেও আসছেন বিশ্বনেতারা। চলতি বছরেই বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীরা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতে এসেছে।ভারতের আতিথেয়তাতেই এবার আপ্লুত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাতে “অসাধারণ প্রচেষ্টার” জন্য শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আলবানিজ সেতারে দ্য ট্রিফিডস এবং দ্য গো বিটুইন শোনার অভিজ্ঞতাকে “অত্যন্ত মর্মস্পর্শী” বলে অভিহিত করেছেন। টুইটে তিনি লিখেছেন, “আমার অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানানোর জন্য অসাধারণ প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। সেতারে দ্য ট্রিফিডস এবং দ্য গো বিটুইনস কাছ থেকে শোনা তাঁদের অপ্রত্যাশিত আনন্দ অত্যন্ত মর্মস্পর্শী ছিল।” জানিয়ে রাখা ভাল, ৮-১১ মার্চ ভারত সফরে থাকা অ্যান্থনি আলবেনিজ শনিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন।প্রধানমন্ত্রী আলবানিজ এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়া অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।উল্লেখ্য,ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে জানিয়েছেন তাঁর সফর ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্ষেত্রে আরও গতি আনবে। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার অস্ট্রেলিয়ান সমকক্ষ অ্যান্থনি অ্যালবানিজ বৈঠক করেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করে এবং কথা বলেন। হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অ্যান্থনি আলবেনিজ বলেছেন, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বহুমুখী। তাঁর কথায়, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ অনেক ক্ষেত্রে সহযোগিতাকে আরও জোরদার করেছে।

Exit mobile version