janatar kalam Home বিশ্ব রাশিয়াকে মুল্য চুকাতে হবে- বাইডেন
বিশ্ব

রাশিয়াকে মুল্য চুকাতে হবে- বাইডেন

রাশিয়াকে মুল্য চুকাতে হবে- বাইডেন

জনতার কলম ওয়েব ডেস্কঃ- এবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। বললেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু অস্ত্র দিয়ে। যার পরিণাম হবে ভয়ঙ্কর।” সুত্রের খবরে জানা গিয়েছে। পুতিন পূর্ণ মাত্রায় ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর সেই দেশ ছেড়ে পালিয়েছে প্রায় ৫০ হাজার ইউক্রেনিয়ান। যদিও নাগাড়ে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনে হামলার এক সপ্তাহ পর বুধবার রাশিয়া দাবি করে, অন্যতম বড় শহর খারসনের দখল নিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। এদিকে যুদ্ধের তীব্রতা যত বাড়ছে, তত পশ্চিমের দেশগুলি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। কিন্তু, তাতেও থামার লক্ষণ নেই রাশিয়ার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখা গেছে, খারকিভ শহরে একাধিক বহুতল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে। মঙ্গলবারই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে পরপর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। একের পর এক বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গিয়েছে একাধিক বহুতল। গোটা ঘটনাটিতে আতঙ্কবাদী হামলার সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বুধবারও বারবার হামলা চলেছে খারকিভে। আলোচনা মাধ্য়মে সমস্যা সমাধানের পথ এখনও বেরোয়নি। তার মধ্যেই দিনরাত ইউক্রেনের শহরগুলিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বাইডেন বলেন, পুতিন ভেবেছিলেন, তিনি সহজেই ইউক্রেন দখল করতে পারবেন এবং সারা বিশ্ব চুপ করে বসে থাকবে। কিন্তু তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, যা তিনি ভাবতেই পারেননি। তাঁকে ইউক্রেনের মানুষের মুখোমুখি হতে হচ্ছে।’ আমেরিকার এই সক্রিয়তায় রাশিয়ার গোঁসা ধরা পড়েছে। আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, “ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। কিন্তু কিভ ঝুঁকে আছে ওয়াশিংটনের দিকে।” পারস্পরিক এই হুঁশিয়ারির মধ্যে বিশ্বজুড়ে আতঙ্ক বাড়ছে।

Exit mobile version