Site icon janatar kalam

পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবান

জনতার কলম ওয়েবডেস্ক : সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সেই দেশে তাণ্ডব চালিয়েছে। এর পাশাপাশি পুরো পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে এই সন্ত্রাসী সংগঠন। পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবান।

শুধু তাই নয়, টিটিপি রবিবার পাকিস্তানে তাদের নতুন সরকার গঠনের কথা ঘোষণা করেছে এবং দ্রুত মন্ত্রিসভা সম্প্রসারণের কথাও ঘোষণা করেছে।

টিটিপির এই ঘোষণা থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা পাকিস্তানের অবস্থা আফগানিস্তানের মতো করতে বদ্ধপরিকর। টিটিপি ইতিমধ্যেই পাকিস্তানের মালাকান্দ, মারদান, কোহাত, বান্নু, ডেরা ইসমাইল খান, পেশোয়ার এবং খাইবার পাখতুনখাওয়াতে একটি শক্তিশালী ভিত তৈরিতে সফল হয়েছে বলে মনে করা হচ্ছে।

এখন এই সন্ত্রাসবাদী সংগঠন তাদের যোদ্ধাদের পুরো পাকিস্তান জুড়ে বিপর্যয় সৃষ্টির নির্দেশ দিয়েছে। তবে নভেম্বরের শেষের দিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে পাকিস্তানে গুলি, বিস্ফোরণ, আত্মঘাতী হামলা শুরু করেছে এই সংগঠনটি।

সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবানের ভয় এমনই যে ইসলামাবাদকে হাই অ্যালার্টে রেখেছে পাকিস্তান। শহরের প্রতিটি মোড়ে মোড়ে সৈন্য মোতায়েন করা হয়েছে। পাকিস্তানি পুলিশ, রেঞ্জার এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো শহরটিকে একটি দুর্গে পরিণত করেছে। প্রত্যেক ব্যক্তির তল্লাশি করা হচ্ছে। ইসলামাবাদ হাই অ্যালার্টে থাকায় সেখানে বসবাসকারী মানুষকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

প্রকৃতপক্ষে, পাকিস্তানে ১৫ বছরের দীর্ঘ যুদ্ধবিরতি শেষ করে, টিটিপি তার বিদ্রোহকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বরে টিটিপি পাকিস্তানে তোলপাড় সৃষ্টি করে এবং বহু মানুষকে হত্যা করে। টিটিপির হামলায় বিপুল সংখ্যক পাকিস্তানি সেনাও নিহত হয়।

Exit mobile version