Site icon janatar kalam

১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাঠাল বাইডেন প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর কাটতে চলেছে প্রায় এক বছর। এরই মাঝে প্রথম বিদেশ সফরে গিয়েছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি। বুধবার তাঁদের সাক্ষাত্‍ হয়, দীর্ঘ সময় নানা ইস্যুতে কথা হয় দুই রাষ্ট্রনায়কের।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। দেখা হওয়ার পর হ্যান্ডশেক ও ছবি তোলার মাধ্যমে জেনেনস্কিকে স্বাগত জনান তাঁরা। ওভাল অফিসে প্রায় দু’ঘণ্টাব্যাপী তাঁরা বৈঠক করেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ-প্রতিরোধে মার্কিন দেশ পাশে রয়েছে বলে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।অস্ত্র, অর্থ সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এবং এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা করেছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পরই এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ইউক্রেনের পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।পাশাপাশি, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির মাধ্যম ৩৭ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা পাঠনোর কথাও বলেছেন তিনি। বাইডেনের ঘোষণা অনুযায়ী, ইউক্রেন প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে। এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেট লঞ্চার পাঠানো হবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন।

Exit mobile version