জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতে কোনও ভাবে নাক গলাবেন না তাঁরা। আমেরিকাও সেনা পাঠাবে না, সেনা পাঠাবে না ন্যাটো অন্তর্ভুক্ত কোনও দেশও। এ দিন মধ্যরাতে গোটা বিশ্বের উদ্দেশে বার্তা দেন বাইডেন। তাতে যদিও কড়া ভাষায় রাশিয়ার আচরণের সমালোচনা করেন বাইডেন। বলেন, রাশিয়া আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে জি-৭ দেশগুলি আমাদের পাশে রয়েছে। ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। তাই তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিবন্ধকতা চালু করবে আমেরিকা। সে দেশে পণ্য রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিচ্ছি আমি। ইউক্রেনের বিরুদ্ধে সাইবার হানা চালিয়েছে রাশিয়া, তাই যে বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তি আণদানি করে তারা, তার উপর লাগাম টানা হবে বলেও জানান বাইডেন।পুতিনের সমালোচনা করে বাইডেন বলেন, যুদ্ধকেই বেছে নিয়েছে পুতিন। তার ফল ভোগ করতে হবে ওঁকে। আর ওঁর এই আগ্রাসী আচরণের মাসুল দিতে হবে গোটা রাশিয়াকে। রাশিয়ার ব্যাঙ্কগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। আমেরিকায় তাদের যত সম্পত্তি রয়েছে, সব বাজেয়াপ্ত করা হবে। রাশিয়ার বড় বড় কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অকারণে হামলা চালিয়েছে রাশিয়া।সাম্রাজ্য বিস্তারে স্বপ্নে বিভোর পুতিন আগে থেকেই ইউক্রেনের উপর হামলার ছক কষে রেখেছিলেন, সেই মতো হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। তিনি জানান, তাদের পিছু হটতে বাধ্য করে, এমন কাউকে মেনে নেবে না বলে বরাবরই জানিয়ে আসছে ইউক্রেন। বিগত ৩০ বছর ধরে স্বাধীন ভাবে বাঁচছে তারা। কারও সামনে মাথা নোয়াবে না ইউক্রেন। বাইডেন আরও বলেন, পুতিনের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই আমার। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান উনি। এই মুহূর্তে গোটা বিশ্বের যে অবস্থান, পুতিন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে।
রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে এ যাবৎ নিরপেক্ষ অবস্থান নিয়ে এসেছে ভারত। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। এ নিয়ে বাইডেনকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় রাশিয়াকে নিয়ে তাঁদের অবস্থানের সঙ্গে একমত কি না ভারত। জবাবে বাইডেন জানান, ভারতের সঙ্গে আলোচনা চলছে। এখনও পর্যন্ত পুরোপুরি সমাধান বার করা যায়নি। সাম্রাজ্য বিস্তারে স্বপ্নে বিভোর পুতিন আগে থেকেই ইউক্রেনের উপর হামলার ছক কষে রেখেছিলেন, সেই মতো হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। তিনি জানান, তাদের পিছু হটতে বাধ্য করে, এমন কাউকে মেনে নেবে না বলে বরাবরই জানিয়ে আসছে ইউক্রেন। বিগত ৩০ বছর ধরে স্বাধীন ভাবে বাঁচছে তারা। কারও সামনে মাথা নোয়াবে না ইউক্রেন। বাইডেন আরও বলেন, পুতিনের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই আমার। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান উনি। এই মুহূর্তে গোটা বিশ্বের যে অবস্থান, পুতিন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে।