Site icon janatar kalam

আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- আফগানিস্তানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান প্রশাসন।মঙ্গলবার (২০ ডিসেম্বর) তালেবান প্রশাসন পরিচালিত উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।

দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অবিলম্বে নারী শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবান প্রশাসনের ঘোষণা অবশ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, যদিও এ প্রশাসনের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বিবেচনার ক্ষেত্রে দেশটিতে নারী শিক্ষানীতি পরিবর্তনের প্রয়োজনের কথা বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশের সরকার।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তালেবান প্রশাসনের এই পদক্ষেপকে “সংকটজনক” বলে বর্ণনা করেছেন। ডুজারিক সাংবাদিকদের বলেন, এটি স্পষ্টতই তালেবানের আরেকটি ভঙ্গ করা প্রতিশ্রুতি।

তিনি বলেন, আফগানিস্তানে দখলের পর থেকেই আমরা দেখেছি .শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয়, নারীদের জন্য স্থান হ্রাস করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক একটি পদক্ষেপ। কারণ নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের শিক্ষা ব্যতীত একটি দেশ কীভাবে বিকাশ করতে পারে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা কল্পনা করা কঠিন।

Exit mobile version