Site icon janatar kalam

বিশ্ব স্বাস্থ্য দিবসে মানুষকে সুস্বাস্থ সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক র‍্যালি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে সোমবার সকালে আগরতলায় এক সচেতনতামূলক রেলি হয়। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকাল সায়েন্সেস এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানুষকে সুস্বাস্থ সম্পর্কে সচেতন করতেই এই রেলির আয়োজন। তাতে বিশেষজ্ঞ ডাক্তার ও পেরা মেডিক্যালের ছাত্র ছাত্রীরা অংশ নেন।

রেলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বছর বিশ্ব স্বাস্থ দিবস এর থিম, হেলথি বেগেনিং হোপফুল ফিউচার। কি ভাবে শরীর মনকে সুস্থ রাখা যায়, এর জন্যে কি কি করা প্রয়োজন, এই সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করতেই এই রেলির আয়োজন। কারণ স্বাস্থই হচ্ছে সম্পদ। এছাড়াও এদিন কিছু সামাজিক কর্মসূচি পালন করে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকাল সায়েন্সে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকাল সায়েন্সে। টিপস হ’ল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রিপুরা সরকারের সাথে একটি যৌথ উদ্যোগ। ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত এই ইনস্টিটিউটে প্যারামেডিকেল এবং নার্সিংয়ে বিভিন্ন কোর্স পড়ানো হয়।

Exit mobile version