জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী কীর্তি সিং দেববর্মা বিশাল জনসমর্থন নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ছিলেন তিপড়া মথা , আইপিএফটি ও বিজেপি দলের কর্মী সমর্থকরা। বিশাল মিছিলের মাধ্যমে নমিনেশন দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি শিং দেব বর্মন। বৃহস্পতিবার ডলুবাড়ী বাজার থেকে বিজেপি তিপ্রা মথা এবং আইপিএফটি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে মিছিল শুরু করেছে।
মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং এক জনসমাবেশে মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রার্থী কৃতি সিং দেব বর্মন, মন্ত্রী টিংকু রায় , সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য ধলাই জেলা শাসক অফিসে যায়। প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা,রাজীব ভট্টাচার্য,প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মন্ত্রী টিংকু রায় মন্ত্রী সুধাংশু দাস প্রার্থী কৃতি সিং দেব বর্মন কল্যাণী সাহা রায় সহ অন্যান্য। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থী কৃতি শিং দেব দেববর্মা।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপির জয় নিশ্চিত। এবার ভোটে ৪০০ পার করবে বিজেপি। এদিকে নিজের জয় সম্পর্কে প্রায় ১০০ শতাংশ নিশ্চিত প্রার্থী প্রীতিশিং দেববর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারানীও জয় সম্পর্কে নিশ্চিত প্রকাশ করেছেন।
আম বাসায় এদিন উপজাতি ভোটারদের আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়। প্রত্যেকেই বিজেপি প্রার্থীর জয়- সম্পর্কে নিশ্চিত। ভোটারদের ভাষায় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।