জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড়ে সরকারি ঠিকেদারি কাজ নিয়ে শাসক শিবিরের দুই গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা। আহত বিজেপি যুব সংগঠনের এক নেতা। ঘটনা জানিয়ে দুই তরফে বিশালগড় থানায় অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের। সরকারি কাজের নিগো বাণিজ্য নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝামেলা প্রায়শই হয়ে থাকে। অভিযোগ সরকারি ঠিকেদারি কাজ নিয়ে বিভিন্ন জায়গায় শাসক দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে।
কোথাও দুই, আবার কোথাও তিন গোষ্ঠীতে বিভক্ত হয়ে ঝামেলায় নিজেদের মধ্যে জড়িয়ে পড়ছে। ফের এমন ঘটনা প্রকাশ্যে এলো বিশালগড়ে। জানা গেছে বিশালগড়ে পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের অধীন ৫৬ কোটি টাকার কাজ বের হয়। দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে দরপত্র জমা হয়। অভিযোগ এই দরপত্র জমা নিয়েই বাঁধে ঝামেলা।
অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে বহু কোটি টাকার কাজ হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে। আর এনিয়ে মঙ্গলবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে আক্রান্ত হন বিশালগড় যুব মোর্চার সম্পাদক। ঘটনা জানিয়ে পৃথক পৃথক ভাবে দুই গোষ্ঠীর তরফে মামলা করা হয়েছে। বুধবার আক্রান্ত যুব নেতার তরফে লোকজন মামলা করেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে।