Site icon janatar kalam

বিলিতি মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করলো প্রমিলা বাহিনী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকাল আনুমানিক সাতটা ৩০ মিনিট নাগাদ হরিনা উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকার প্রমিলা বাহিনী। জানা যায় হরিনা থেকে থাইবোং যাওয়ার পথে পশ্চিম হরিনা এলাকায় সদ্য ফরেন লিকারের কাউন্টার খোলা হয়, যাতে করে খেপে উঠে এলাকাবাসী।

তাদের বক্তব্য হরিনা টু থাইবোং এই জনপদকে বাদ দিয়ে হরিনার যেকোনো জায়গায় ফরেন লিকারের কাউন্টার দিলে তাদের কোন অসুবিধা নেই। কিন্তু কোনোভাবেই এই জনবহুল এলাকায় বিলিতি মোদের কাউন্টার খোলা যাবে না বলে পথ অবরোধে বসে প্রমিলারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাব্রুম থানার পুলিশ। দীর্ঘ বাকবিতণ্ডার পর সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ অবরোধ ছাড়েন বিক্ষোভকারীরা।

Exit mobile version