Site icon janatar kalam

বিরোধী শিবির ছেড়ে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিরোধী শিবিরে থাবা বসাচ্ছে শাসক শিবির। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর মনোনয়ন পত্র জমার দিনেই বিভিন্ন বিধানসভা এলাকায় কংগ্রেস, সিপিএম ও তৃণমূল কংগ্রেসে ভাঙন। বুধবার বামুটিয়া, বড়জলা, প্রতাপগড়, তেলিয়ামুড়া, রামনগর,কমলাসাগর বিধানসভা কেন্দ্রে তিন বিরোধী শিবিরে থাবা বসায় বিজেপি।

এদিন বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় যোগদান সভা। সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, জনজাতি মোর্চার সহ-সভাপতি বিদ্যুৎ দেববর্মা ও মোহনপুরের নেতৃত্ব জয়লাল দাস সহ অন্যান্যরা।

বিজেপির সহ-সভাপতি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মে অনুপ্রানিত হয়ে এবং মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নিয়ে বিরোধী দলের ভোটাররা গেরুয়া শিবিরে শামিল হন।

 

 

Exit mobile version