Site icon janatar kalam

বিরোধী দলে ভাঙ্গন, সাড়ে চার শতাধিক ভোটার পদ্ম শিবিরে যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী দলে বড়সড় ভাঙ্গন, রবিবার বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে বড়জলা বিধানসভা কেন্দ্রের উষা বাজার স্থিত সুখময় স্কুলে আয়োজিত হয় যোগদান সভা। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এ দিনের যোগদান সভায় বিরোধী সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে ১৬৫ পরিবারের ৪৫৭ জন ভোটার বিজেপির পতাকাতলের সামিল হলেন, নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের যোগদান সভায় সভাপতি রাজিব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। মানুষ তা বুঝে গেছে। তাই দিকে দিকে মানুষ বিজেপি দলে যোগদান করছে। তাছাড়া এদিন নাম না করে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারেরও তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি এদিন আরও বলেন ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে। এখন আবার দুই কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস-সিপিআইএম এক জোট হয়েছে। এদিনের সভায় প্রদেশ সভাপতি আত্মবিশ্বাসের সাথে বলেন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানুষ তৈরি বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। এদিনের যোগদান সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version