জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ বিজেপি কার্যালয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি’র সুংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্ব মহঃ জসীম উদ্দিন অভিযোগ করেন বিরোধীরা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সংখ্যালঘু লোকদের ভুল বোঝাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী’র নেতৃত্বে সুংখ্যালঘু লোকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে নানা উন্নয়ন মূলক কাজ করে চলেছে সরকার। তিনি এদিন বলেন যেখানে রাজ্যের পূর্বতন বাম সরকারের সময় সুংখ্যালঘু লোকরা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা কম পেত সেই জায়গায় রাজ্যে সরকারের পরিবর্তনের পর থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা বেশি করে পাচ্ছেন। প্রসঙ্গক্রমে এদিন তিনি পবিত্র হজ যাত্রার কথা, তাদের শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যবসা বানিজ্য করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলেন। এছাড়া তিনি এদিন উল্লেখ করেন কি ভাবে রাজ্যে সংখ্যালঘু বোর্ড মার্কেট স্টল নির্মাণ থেকে শুরু করে সুংখ্যালঘু লোকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।