Site icon janatar kalam

বিরোধীদল গুলির অপপ্রচার রুখতে দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের সংবিধান প্রবর্তনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধান এবং সংবিধান প্রণেতাকে নিয়ে বিরোধীদল গুলির অপপ্রচার রুখতে দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ১৫ দিনব্যাপী এই সংবিধান গৌরব অভিযান সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে বিজেপির এক রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এই কর্মসূচি সফল করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাজারো বিপ্লবীদের প্রাণ ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা আমাদের প্রদান করেছে গণতন্ত্র এবং সংবিধান। দেশের এই সংবিধানের প্রনেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর।

আগামী ২৬ জানুয়ারি দেশের সংবিধানের প্রবর্তনের ৭৫ বছর পূর্তি হচ্ছে ।এই উপলক্ষে সারাদেশব্যাপী সংবিধান গৌরব অভিযান শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আগামী ১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনব্যাপী এই অভিযান রাজ্যে চলবে ।এই কর্মসূচিকে সফল করতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় কে ইনচার্জ করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালায় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মশালায় বিজেপির বিভিন্ন মণ্ডল এবং জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই কর্মশালায় সংবিধান গৌরব অভিযান কে সাফল্যমণ্ডিত করে তুলতে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান ,দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে রাজ্যেও আগামী ১১ থেকে ২৫ জানুয়ারি বিভিন্ন প্রক্রিয়ায় সংবিধান গৌরব অভিযান কর্মসূচি চলবে।

তিনি জানান ,এই কর্মসূচি সফল করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ইনচার্জ করে পাচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির অন্যান্যরা হলেন বিপিন দেববর্মা ,বিধায়ক পিনাকী দাস চৌধুরী ,অজন্তা ভট্টাচার্য এবং সুনিত সরকার। তিনি জানান, অজন্তা ভট্টাচার্য মহিলাদের নিয়ে রাজ্যব্যাপি বিভিন্ন সেমিনার পরিচালনা করবেন। তপশিলি জাতির জনগণের মধ্যে প্রচার চালাবেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

যুব সম্প্রদায়ের মধ্যে সংবিধান এবং সংবিধান প্রণেতাকে নিয়ে বিস্তারিত প্রচার চালাবেন বিপিন দেববর্মা এবং বুদ্ধিজীবীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পচার চালাবেন সুনিত সরকার ।তিনি আরো জানান ,১১ জানুয়ারি প্রতিটি মন্ডলে মন্ডলে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃপিতে শ্রদ্ধা প্রদর্শন করার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।১৭ই জানুয়ারি রাজ্যের বিজেপির দশটি সাংগঠনিক জেলায় রেলি করা হবে।

মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় অভিযোগের সুরে জানান ,কংগ্রেস দল এবং বামপন্থীরা সংবিধানকে মান্যতা দেয় নি। এরা সব সময় সংবিধান এবং সংবিধান প্রণেতাকে সমালোচনার বিষয়বস্তু করে রেখেছে। তিনি বলেন, সংবিধান হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে এমন বিষয় নয়। একে সঠিক মান্যতা না দিলে পরে রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না।

প্রসঙ্গত উল্লেখ্য যে শুধু রাজ্যেই নয় ,দেশের সব কটি প্রদেশেই ১১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সংবিধান গৌরব অভিযান পালন করবে সংশ্লিষ্ট প্রদেশ বিজেপি কমিটি গুলি। এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করে তুলতে দেশের অন্যান্য রাজ্য গুলিতেও কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Exit mobile version