Site icon janatar kalam

বিভিন্ন দাবিতে সিপিআইএমের ডেপুটেশন রাজনগরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য পরিষেবা থেকে পানীয় জল বিদ্যুৎ রেগা সেচ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে হয়েছে বলে অভিযোগ রাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক সুধন দাসের। সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন সুধন দাস। এদিন সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে পাঁচজনের এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয় রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিগত চার মাস ধরে ভাতা পাচ্ছেনা তাদের ভাতা পাওয়ায় ব্যবস্থা করা,নতুন করে ভাতা পাওয়ায় উপযুক্তদের ভাতা প্রদানের ব্যবস্থা করা , কন্যা সন্তান ভাতা প্রক্রিয়া প্রায় বন্দ্ব তা চালু করা।এদিনের ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিআইএম নেতৃত্ব গোপাল রিয়াং, গোপাল বিশ্বাস, সমীর দেবনাথ,ও রাজনগর অঞ্চল সম্পাদক ভজন দাস।

 

 

 

Exit mobile version