জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচারে ঝড় তুলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। একই দিনে শিব শনি শক্তি কেন্দ্র , পণ্ডিত দীনদয়াল শক্তি কেন্দ্র এবং শ্যাম হরি শর্মা শক্তি কেন্দ্রে বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে তিল ধারণের জায়গা ছিল না।
বিপ্লব দেবের সমর্থনে প্রচুর সংখ্যক নারী পুরুষ সম্মিলিত হয়ে প্রচার চালাচ্ছেন। চারিদিকে শুধু বিপ্লবের জয় ধনী। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রায় প্রতিটি এলাকা ইতিমধ্যেই চষে বেরিয়েছেন বিপ্লব কুমার দেব। জনসমাবেশ গুলিতে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যেই মহিলারা বিপ্লব দেবের প্রচারে অংশগ্রহণ করছেন।