janatar kalam Home রাজনৈতিক বিপ্লবের নেতৃত্বে ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার বামগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল
রাজনৈতিক রাজ্য

বিপ্লবের নেতৃত্বে ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার বামগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নাহলেও প্রচারে নেমে পড়েছেন পশ্চিম লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভায় অংশ নিচ্ছেন। এদিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলবদলও অব্যাহত রাজ্যে। বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টি।

রবিবার বড়জলা বিধানসভা এলাকায় কংগ্রেস-সিপিএম শিবিরে ধস নামাল গেরুয়া শিবির। এদিন সন্ধ্যায় বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে যোগদান সভা হয় নতুননগরস্থিত স্থানীয় একটি ক্লাব প্রাঙ্গণে। এদিন সভায় ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার কংগ্রেস-সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। তাদের বরণ করে নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, বড়জলা মণ্ডল সভাপতি মুকুল রায় সহ অন্যান্য কার্যকর্তারা। যোগদান সভায় আলোচনা করতে গিয়ে পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।

তিনি অভিযোগ করেন সিপিএম রাজ্যে দীর্ঘ শাসনে সমাজের কোন অংশের মানুষের জন্য কিছু করেনি। শুধু মিছিল- মিটিং এ যুব- নারীদের শামিল করেছে।তাদের আন্দোলনে নামিয়েছে শুধুমাত্র। বামেদের আমলে যুব- মহিলাদের জন্য কোন স্কিম নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিপ্লব দেব। কিন্তু বিজেপির ৬ বছরে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে। এদিন সভায় দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

 

 

Exit mobile version