Site icon janatar kalam

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধর্মনগরে পুড়ে ছাই দশটি দোকান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর মহেশ স্মৃতি রোডে পাইকারি বাজারে বিধংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১০টি দোকান।মঙ্গলবার রাএি আনুমানিক এগারোটা পয়তাল্লিশ মিনিট নাগাদ উওর জেলার ধর্মনগর শহরের মহেশ স্মৃতি রোডে আকস্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনায় মোট দশটি দোকান ভস্মীভূত হয়ে যায় । খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর এবং কদমতলা ও পানিসাগর থেকে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন,জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,মহকুমা প্রশাসক বিবেক এইচ বি সহ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কুড়ি লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন,অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে সরকারি ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে। তবে অগ্নিকান্ডের মুল উৎস কি তা এখনো পরিস্কার নয়।

 

 

 

Exit mobile version