জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ নিলেন। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি শপথ গ্রহণ করেন বিধানসভার লবিতে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত বিধানসভার সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ রায়, টিঙ্কু রায়, সান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রায় সমস্ত বিজেপি বিধায়ক সহ পুলিস ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।
শপথ গ্রহণ শেষে ফুলের তোড়া দিয়ে সকলে নতুন বিধায়ককে শুভেচ্ছা জানান মন্ত্রী-বিধায়করা।নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, খুবই আনন্দের বিষয় আগরতলা পুর নিগমের মেয়র রামনগর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে বিধানসভা আরও সমৃদ্ধি হবে দীপক মজুমদারের সহায়তায়।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত বিধায়ক প্রতিক্রিয়ায় বলেন,রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন।তিনি বলেন,উনার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল। শূন্য আসনের উপ- নির্বাচনে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছেন দীপক মজুমদার।