জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তির মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী। মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় করে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সহকারীদের সঙ্গে বিধানসভায় প্রবেশ। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ আজ এই মামলা শুনানির জন্য প্রস্তুত বলে জানা গেছে।
এর আগে স্পিকার অফিস থেকে একটি আদেশ জারি করা হয়েছিল, যার মধ্যে বলা হয়েছিল বিধায়ক এবং মন্ত্রীরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। তবে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা সহকারীদের সঙ্গে বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সুবেন্দু অধিকারী সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হন।
বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার সুর সৃষ্টি করেছে। আজকের শুনানিতে এই মামলার বিরুদ্ধে সরকারি ও বিরোধী পক্ষের যুক্তি উপস্থাপন করা হবে। মামলার রায় কী হবে তা অপেক্ষার বিষয়।