জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখথুবড়ে পড়া বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল তা নেই। ফলে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের মানুষ। কোথাও তিনদিন তো কোথাও ২৮ ঘণ্টা কিংবা তার বেশি। দেখা মিলছে না বিদ্যুতের। এমনই অভিযোগ। নাজেহাল আমজনতা। বিদ্যুৎ না থাকায় মিলছে না পানীয় জল। এক প্রকার বোবা হয়ে পড়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় জনতা।
এনিয়ে এবার সরব হলেন বামপন্থী ছাত্র- যুবরা। বুধবার মেলারমাঠ ছাত্র-যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে টি আর টি সি কমপ্লেক্সে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। সংগঠনের তরফে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন সিনিয়র ম্যানেজারের সঙ্গে। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের নেতৃত্ব জানান সিনিয়র ম্যানেজারের কথায় স্পষ্ট কর্মী স্বল্পতা রয়েছে।
তাই দাবি জানানো হয়েছে দ্রুত এই সমস্যা মিটিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার। প্রয়োজনে অন্যত্র থেকে বিদ্যুৎ কর্মী নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। বাম যুব নেতৃত্ব জানান, সিনিয়র ম্যানেজার তাদের জানিয়েছেন চেষ্টা চলছে পরিস্থিতি স্বাভাবিক করার। এদিনের কর্মসূচীতে ছিলেন বাম যুব নেতা নবারুণ দেব, কৌশিক রায় দেববর্মা, জয়দ্বীপ রাউত সহ অন্যরা।