Site icon janatar kalam

বিদ্যুৎ ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করলো রাজ্যে তৃণমূল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য তৃণমূল নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই। রাজ্যে তৃণমূলের সংগঠন থাকবে কি থাকবে না। দীর্ঘদিন ধরেই কোন ধরনের কর্মসূচি পরিলক্ষিত হয়নি তৃণমূল কংগ্রেসের। শুক্রবার হঠাৎ করে জেগে উঠল তৃণমূল। বিদ্যুৎ ইস্যুতে রাস্তায় নেমে রাজ্যের তৃণমূলের অস্তিত্ব জানান দিল প্রদেশ নেতৃত্ব। প্রচন্ড গরমে রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুৎ যন্ত্রণা। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। সাধারণ ঝড়েই কুপোকাত হয়ে পড়ে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ট্রান্সফরমার থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ যন্ত্রনা থেকে রাজ্যবাসীকে নিস্তার দিতে বিদ্যুৎ দপ্তরের সামনে এবার বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা এবং যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে কোন সঠিক প্রতিশ্রুতি না পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান যুব তৃণমূল নেতা শান্তনু সাহা।

 

 

Exit mobile version