জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে আজ লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের প্রবীণ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশ সফরের সময় রাহুল গান্ধী বারবার এমন মন্তব্য করেছেন, যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে।
শাহজাদ পুনাওয়ালা আরও দাবি করেন, রাহুল গান্ধী প্রায়ই তথ্যভিত্তিক বা যুক্তিসঙ্গত বিশ্লেষণ ছাড়াই বক্তব্য রাখেন। ভারতের উৎপাদন খাতের অবনতি সংক্রান্ত রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।
তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ইলেকট্রনিক্স উৎপাদনে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের রপ্তানি বেড়েছে আট গুণ। তাঁর দাবি, এই পরিসংখ্যানই ভারতের উৎপাদন খাতে সরকারের অগ্রগতির প্রমাণ।

