Site icon janatar kalam

বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগের নির্বাচনে উনারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সে সকল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ তাঁরা। দিন দিন বেকারত্ব থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। এইসব সমস্যার সমাধানে মোদি সরকারের কোন ধরনের পদক্ষেপ নেই।

রবিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচনী সভায় এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বছরে ২ কোটি বেকারের চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বেকারত্ব রোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রবিবার আমবাসা বাজারে হয় সভা।

সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার , প্রার্থী রাজেন্দ্র রিয়াং , জি এম পির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, কংগ্রেস নেতা মানিক দেব, সিপিএম নেতা অমলেন্দু দেববর্মা,অঞ্জন দাস , সিপিএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাতে নেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

আগের নির্বাচনে উনারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সে সকল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ তাঁরা। দিন দিন বেকারত্ব থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। এইসব সমস্যার সমাধানে মোদি সরকারের কোন ধরনের পদক্ষেপ নেই। উনারা বলেছেনেন বছরে ২ কোটি বেকারের চাকুরী দেবেন কিন্তু সেই ক্ষেত্রেও তারা বেকারত্ব রোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।

সারা বিশ্বে ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা সর্বাধিক। মানিক সরকার বলেন মোদীজি এখন খুবই ক্লান্ত। তিনি বুঝতে পেরে গেছেন ২৪ এর লোকসভা নির্বাচনে উনার দলের ভরাডুবি হতে চলছে। মানিক সরকার আরো বলেন এবারের লড়াই হচ্ছে বিজেপি বনাম ইন্ডিয়া জোটের।

Exit mobile version