বিজেপি সরকারের আমলে শ্রমিক, কৃষকরা আর্থিক সংকটে ভুগছে: পবিত্র
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে তীর্যক আক্রমণ করেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা তথা সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর। ১১ এপ্রিল বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা দিবস। সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করে বামপন্থী এই সংঠন।
এইদিন রাজধানীর মেলারমাঠ স্থিত কৃষক ক্ষেত মজুর ভবনে সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা দিবসটি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব। এদিন পবিত্রবাবু বলেন, কৃষকদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চলছে।
কৃষকরা তাদের নায্য দাবি থেকে বরাবরই বঞ্চিত হয়ে আসছে। এদিন তিনি বলেন, গত কয়েক বছর আগেই তিনটি কৃষি বিল নিয়ে দিল্লিতে কৃষকদের যে ধর্মঘট হয়। সেখানে কৃষকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। গোটা দেশে কৃষকদের নজর ছিল ওই ধর্মঘটের উপর। এক সময় প্রধানমন্ত্রী জন বিরোধী কৃষি বিল প্রত্যাহার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আর সেই প্রতিশ্রুতি পেয়েই আন্দোলন থেকে সরে আসে কৃষকরা ভাইরা। বাস্তবে দেখা গেছে এত বছর পরও প্রধানমন্ত্রী কিংবা বিজেপি সরকার কৃষকদের প্রতিশ্রুতি পূরণ করেননি। উল্টো কৃষকদের অর্জিত এবং মৌলিক অধিকারগুলিতে হস্তক্ষেপ করছে। সেই সঙ্গে তিনি বলেন, দিল্লিতে কৃষক আন্দোলনে ৭৫০ জন কৃষক শহীদ হয়েছিল।
এই আন্দোলনের সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০০ পারে-র স্লোগান তুলেছিল। আর এই কৃষক আন্দোলনের ফলেই মোদিকে ২৪০-এ থামতে হয়েছে। অপদার্থ এবং কর্পোরেটের স্বার্থবাদী মোদী সরকার তার পতন ঘটানোর জন্য কৃষক আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলতে হবে।
এই লড়াইকে আমাদেরকেই দ্বায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি। রাজে বিজেপি মনের মতো করে সরকার চালাচ্ছে বলেও এদিন দাবি করেন পবিত্রবাবু। তিনি বলেন, এই সরকারের আমলে শ্রমিক, কৃষকরা আর্থিক সংকটে ভুগছে।