জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের সম্মেলন আগামী ১৬ জানুয়ারি রবীন্দ্র ভবনে হওয়ার কথা ছিল। গত ১৮ ডিসেম্বর অগ্রিম টাকা দিয়ে হল বুক করা হয়েছিল। কিন্তু ৮ জানুয়ারি বলা হয় ওই দিনে অনুষ্ঠান করা যাবে না, রবীন্দ্র ভবনে সরকারি অনুষ্ঠান আছে। শেষ পর্যন্ত যুব কংগ্রেসের এই কনভেনশন স্থানান্তর করে টাউন হলে নেওয়া হয়।
বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন বিজেপি নোংরা খেলায় মেতেছে। তিনি যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানান। এদিকে ১৬ জানুয়ারি টাউন হলে যুবাদের অংশ গ্রহণের জন্যে বলেন।
উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে আসবেন প্রতিনিধিরা। আলোচনা হবে সাংগঠনিক দিক ও আগামীর কর্মসূচি নিয়ে। যুবাদের কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ নিয়েই হতে চলেছে এই কনভেনশন। তাতে সর্ব ভারতীয় যুব কংগ্রেস এর সভাপতি উদয় ভানু চিব সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সহকারী ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিতছিলেন।