Site icon janatar kalam

বিজেপি দল ও সরকার সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, পুলিশের একাংশ বিজেপির হয়ে কাজ করছে : সুদীপ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ভেঙে পড়া আইন- শৃঙ্খলা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস।অভিযোগ রাজ্যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজেপি জোট সরকার সাড়ে ছয় বছরে সর্বক্ষেত্রে ব্যর্থ।কর্মসংস্থানের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ এই সরকার। আইন- শৃঙ্খলা অবনতির দিকে। নারী নির্যাতনে প্রায় বলা যায় সারা দেশে প্রথম স্থানে চলে আসছে ত্রিপুরা।

সোমবার এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে হয় রাজ্য স্তরীয় বৈঠক। এতে ব্লক স্তর থেকে শুরু করে রাজ্যস্তরের নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। মুখপাত্র এদিন বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন।

রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, শিশুকন্যারা পর্যন্ত নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না। সমাজদ্রোহীরা বেপরোয়া হয়ে গেছে। পুলিশ কোন স্বাধীন ভূমিকা প্রতিপালন করতে পারছে না।

তিনি অভিযোগ করেন পুলিশের একাংশ বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে। বিজেপি দল ও সরকার সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে তাঁর অভিযোগ। সাম্প্রতিক ঘটনাগুলি এটাই প্রমাণ করে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি।

 

 

Exit mobile version