janatar kalam Home রাজনৈতিক বিজেপি আইপিএফটি তিপ্রা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে : রাজীব
রাজনৈতিক রাজ্য

বিজেপি আইপিএফটি তিপ্রা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন শেষ হয়েছে। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এখন দুই লোকসভা কেন্দ্রে চলছে ভোটারদের অভিনন্দন যাত্রা। ভারতীয় জনতা পার্টির তরফে মতদাতাদের অভিনন্দন জানানো হচ্ছে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির টাকারজলা মন্ডলের মতদাতা অভিনন্দন যাত্রা হয়।

এদিন বেলবাড়ি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ অন্যরা। এদিনের মতদাতা অভিন্দন্ন যাত্রায় প্রচুর লোকজন অংশ নেন।

আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপি আইপিএফটি তিপ্রা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে। তিনি বলেন বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেয়েছে।

২০১৮ সালে বিজেপির সাথে আইপিএফটি-র আঁতাত হয়েছিল। ২০২৩ সালেও বিজেপির সাথে আইপিএফটির আঁতাত ছিল। লোকসভা নির্বাচনের আগে তিপ্রা মথা বিজেপির সঙ্গে জোটে আসে। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মত দাতা অভিনন্দন সভা করার উদ্যোগ নিয়েছে বিজেপি।

Exit mobile version