Site icon janatar kalam

বিজেপি আইপিএফটি ছেড়ে ১০ জন নেতৃত্ব ও ৪৬ জন ভোটার কংগ্রেসে যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিরোধী দলগুলোর মধ্যেও যোগদানের চিত্র সামনে আসছে। একদিকে যেমন শাসক দলে যোগদানের চিত্র বিভিন্ন সময় সামনে আসছে তেমনি বিরোধী দল বিশেষ করে সম্প্রতি প্রদেশ কংগ্রেসেও যোগদানের চিত্র সামনে এসেছে। গত ২রা অক্টোবর প্রদেশ কংগ্রেসে প্রাক্তন মন্ত্রী সহ জনজাতিদের একটা বড় অংশ যোগদান করেছিল। সেই যোগদানের রেশ কাটতে না কাটতেই ফের শনিবার সামনে আসল যোগদানের চিত্র। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন দল ছেড়ে ১০ জন নেতৃত্ব ও ৪৬ জন ভোটার যোগদান করে। তাদেরকে দলে বরণ করে নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন আশিস কুমার সাহা বলেন ৩৮ এবং ৩৯ বিধানসভা কেন্দ্র থেকে এদিন তারা যোগদান করেছেন। গত ২রা অক্টোবর কংগ্রেসে আদিবাসীদের বড় অংশ যোগদান করেছিল। সে যোগদানে উৎসাহিত হয়েই তাদের দলে এই যোগদান। এদিন এই যোগদান সভায় অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version