Site icon janatar kalam

বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ায় নীতিন নবীনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে নীতিন নবীন নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির বিজেপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির ঐতিহ্য ও উত্তরাধিকার নীতিন নবীন যথাযথভাবে এগিয়ে নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, নীতিন নবীন সেই প্রজন্মের প্রতিনিধি, যারা দেশের বড় অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের সাক্ষী থেকেছে। তিনি উল্লেখ করেন, নবনিযুক্ত জাতীয় সভাপতির মধ্যে রয়েছে তারুণ্যের উদ্যম ও দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, যা দলের প্রতিটি কর্মীর জন্য অত্যন্ত উপকারী হবে।

অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত কখনওই অনুপ্রবেশকারীদের দেশের মানুষ ও দরিদ্রদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা লুট করতে দেবে না। তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই দেশের সবচেয়ে বড় হুমকি এবং তাদের ফেরত পাঠানো উচিত। যারা রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছে, তাদের মুখোশ খুলে দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, গত কয়েক মাস ধরে সংগঠনের একেবারে নিচুতলা থেকে শুরু করে জাতীয় সভাপতি নির্বাচন পর্যন্ত পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, বিজেপির নেতৃত্ব ঐতিহ্যের দ্বারা পরিচালিত, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং জনসেবা ও জাতিসেবার চেতনায় সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। ‘সংগঠন পর্ব’-এর এই মহা অনুষ্ঠান বিজেপির গণতান্ত্রিক বিশ্বাস, সাংগঠনিক শৃঙ্খলা ও কর্মীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, গত ১১ বছরে বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমাগত বেড়েছে। মানুষের সেবাই বরাবর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, বিজেপিতে পদ নয়, প্রক্রিয়াই মুখ্য—সভাপতি বদলাতে পারে, কিন্তু আদর্শ কখনও বদলায় না।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডাও নীতিন নবীনের নির্বাচনে অভিনন্দন জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, অল্প বয়সেই পাঁচবার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে নীতিন নবীন তাঁর আদর্শিক পরিপক্বতার পরিচয় দিয়েছেন। নাড্ডার মতে, একজন তরুণ, উদ্যমী ও প্রতিভাবান নেতা দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, নীতিন নবীন বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি এবং বিহার থেকে এই পদে নির্বাচিত প্রথম বিজেপি নেতা।

Exit mobile version