জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিহারের বিজেপির প্রথম সারির নেতা, প্রাক্তন মন্ত্রী ও সাংসদ নিতীন নবীনকে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। দীর্ঘদিন ধরেই সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। অবশেষে তাঁর ওপরই আস্থা রাখল বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল সর্বভারতীয় বিজেপি কমিটি আনুষ্ঠানিকভাবে নিতীন নবীনের নাম ঘোষণা করে সিলমোহর দেয়।
জে.পি. নাড্ডার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করা নিতীন নবীনকে ঘিরে দলের অন্দরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে আজ দিল্লির বিজেপি সদর দপ্তরে দলের নতুন সর্বভারতীয় সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। গত দুই দিন ধরে তিনি রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী নিতীন নবীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে দল আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

