জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেকর্ডে বিপ্লবের জয়। জয়োল্লাস দলীয় কর্মী সমর্থকদের। বিকেলে জয়ী প্রার্থীদের নিয়ে আগরতলা শহরে গেরুয়া আবির উড়িয়ে বিজয় মিছিল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ৬ লাখ ১১ হাজার ৫৭৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।
এদিন বিকেলে উমাকান্ত একাডেমীতে এই কেন্দ্রের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সার্টিফিকেট তুলে দেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের হাতে। এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী ও রামনগর উপনির্বাচনে জয়ী দীপক মজুমদারকে নিয়ে বিকেলে বের হয় বিজয় মিছিল। রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল।মিছিলের সামনে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, রামনগরের নব নির্বাচিত বিধায়ক দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যরা।
এদিন বিজয় মিছিলে বিজেপি নেতা কর্মীরা বাজি পুড়িয়ে, গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে ব্যান্ডের তালে নেচে আনন্দে গা ভাসান। পুরুষদের পাশাপাশি মহিলারা আনন্দে মাতলেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশাল জয়ে বিশাল বিজয় মিছিল। শহরে বেশ সাড়া ফেলে দুই জয়ী প্রার্থীকে নিয়ে বিজেপির বিজয় মিছিল।