Site icon janatar kalam

বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈসু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘চিরাচরিত এইসব উৎসব উদযাপন আমাদের চিরায়ত ঐতিহ্যের এক-একটি ধারা। এইসব উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও বর্ণময় সংস্কৃতির প্রকাশ ঘটে, যা আমাদের সম্প্রীতি ও একাত্মতাকে সুদৃঢ় করে।

পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে। সকল জাতিগোষ্ঠীর মানুষ উৎসবের এই আঙ্গিনায় ভবিষ্যতের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানায়। আমাদের ঐক্য ও সংহতির বার্তা রচিত হয় সকলের এই প্রার্থনার মধ্য দিয়ে।’

বাংলা নতুন বছর (১৪৩২ বঙ্গাব্দ) সকল রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। আমি রাজ্যের জনগণের সুস্থতা, সমৃদ্ধি ও সফলতা প্রত্যাশা করছি।

Exit mobile version