জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ বছর পূর্ণ হল আয়ুষ্মান ভারত প্রকল্পের। আয়ুস্মান ভারত প্রকল্পের ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে হয় রেলি। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলি বের হয়। রেলি শহরে বেশ সাড়া পড়ে। রেলিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
রেলিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান ছয় বছরে মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বহু সুবিধা পেয়েছে। একই সাথে গত ছয় মাস আগে রাজ্যে চালু হওয়া মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে মানুষ সুবিধা পাচ্ছেন।
আগামী দিনে আরো বেশি মানুষকে কিভাবে এই পরিষেবার অন্তর্ভুক্ত করা যায় সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই প্রকল্পের সুবিধা পেয়ে খুশি গরীব অংশের মানুষ। কারণ চিকিৎসা করাতে গিয়ে অনেককেই চিন্তা করতে হয় না।