Site icon janatar kalam

বিএসএফ-র কাছে আত্মসমর্পণ এনএলএফটির এক বৈরীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক এক বিবৃতিতে এই সংবাদ জানা গিয়েছে যে , আজ গোমতি জেলার কিল্লা থানাধীন তুলসীরাম বাড়ি এলাকার বাসিন্দা উদয় মানিক জমাতিয়া এনএলএফটি বৈরী আজ ভোর রাতে বিএসএফের ১২৬ নম্বর ব্যাটেলিয়ানের কাছে আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন অবলম্বন করতে এবং দেশের মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য উদয় মানিক জমাতিয়া আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ।এদিন তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার কারণে সাম্প্রতিক কালে এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর বেশ কয়েকজন ক্যাডার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পছন্দ করেছে।

Exit mobile version