জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাল্যবিবাহ সহ সমাজে যেসব ব্যাধি রয়েছে সামাজিক ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ এসবের আন্দোলনে নিজেদের শামিল না করবেন ততক্ষণ এর থেকে বের হওয়া সম্ভব নয়। প্রতিবছর রাজ্যেও বড় বড় মাটির মূর্তি তৈরি করে দুর্গা পূজা করা হয়। ব্যয় করা হয় সেজন্য লাখ লাখ টাকা। অথচ দেখা যায় যে মায়ের স্নেহ আদর যত্ন পেয়ে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে সেই মায়ের জন্য একটি ঘর তৈরি করে দিতে পারে না প্রতিষ্ঠিত সন্তান।
শনিবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক কর্মশালায় একথা বললেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়।সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের তরফে হয় এই কর্মশালা। এদিন কর্মশালা হয় পিতা-মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ আইন ২০০৭ এবং নিয়মাবলী”র উপরে। কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা স্মিতা মল, আইন দপ্তরের যুগ্ম সচিব স্বপন চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।
কর্মশালায় বিভিন্ন বিষয় উঠে আসে সকলের আলোচনায়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, বাল্যবিবাহ সহ সমাজে যেসব ব্যাধি রয়েছে সামাজিক ভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ এসবের আন্দোলনে শামিল না করবেন ততক্ষণ এর থেকে বের হওয়া সম্ভব নয়। শুধু মাত্র নিয়ম করে কাগজে পাতায় লিখার মধ্য দিয়ে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়।