জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশে এবার এক তরফা নির্বাচন হচ্ছে। বিরোধীদের কোন অস্তিস্ত্ব নেই। ইন্ডিয়া জোট গঠন হওয়ার আগেই তাসের ঘরের মতো ভেঙে গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অতীতে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়ে বিপুল ভোটে পশ্চিম আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
শুক্রবার সকালে সপরিবারে ভোট দান করতে যান মন্ত্রী রাজধানীর শিশু বিহার স্কুলে। ভোট দিয়ে বেরিয়ে এসে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, বিপ্লব কুমার দেব ইতিহাস তৈরি করে রেকর্ড ভোটে জয়ী হবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। কারণ কংগ্রেস-সিপিএম এক মঞ্চে চলে আসাটা হল অশুভ জোট।
তিনি অভিযোগ করেন, এই জোটের কোন এজেন্ডা নেই। এই জোটের কাজ হচ্ছে রাজ্যের যে স্থিতিশীলতা,শান্তি- সম্প্রীতিকে বিনষ্ট করা এবং রাজ্যের উন্নয়নকে বাধা প্রদান করা। মন্ত্রী আরও বলেন, তিপ্রা মথা বিজেপি জোট লোকসভার দুটি আসনে জয়ী হবে। বাম-কংগ্রেসের জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, বিপ্লব কুমার দেবকে জয়ী করে দিল্লিতে পাঠানো হবে রাজ্যের উন্নয়নে তিনি কথা বলবেন।
মোদীজির নেতৃত্বে তৃতীয় বারের মতো যে সরকার গঠিত হবে তাতে বিপ্লব কুমার দেবকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে। এদিকে বিরোধীদের ভোট প্রহসনের অভিযোগ খণ্ডন করে তিনি দাবি করেন পরাজয়ের পর মুখ রক্ষার জন্য এখন থেকে ক্ষেত্র প্রস্তুত করছেন বিরোধীরা।