জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার ৪৮-করমছড়া মন্ডলের যুব মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম দল ছেড়ে ১৪৪ পরিবারের ৪১৬ জন বিজেপিতে যোগদান করেন।
উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক শ্রী ভগবান দাস বিধায়ক প্রমোদ রিয়াং, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব , প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু লাল চাকমা সহ অন্যান্য নেতৃত্বগণ।