জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। গোটা দেশ এই দিনটিকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপণের মধ্য দিয়ে পালন করছেন। এদিন রাহুল গান্ধী প্যাংগং হ্রদের তীরে বাবাকে শ্রদ্ধা জানালেন এবং আবেগপ্রবণ হয়ে পড়লেন, তিনি টুইট বার্তায় লিখেছেন যে ভারতের জন্য আপনার যে স্বপ্ন ছিল তা এই অমূল্য স্মৃতি থেকে দেখানো হয়েছে এবং প্রত্যেক ভারতীয়দের সংঘর্ষ এবং স্বপ্ন গুলিকে বুঝতে পারছি ও ভারত মাতার আওয়াজও শুনতে পারছি বলে।
বাবার জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাহুল গান্ধী
