বাণিজ্য নগরী মুম্বাইতে তৈরি হবে ত্রিপুরা ভবন, সেই ভবনের জায়গা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাণিজ্য নগরী মুম্বাইতে তৈরি হবে ত্রিপুরা ভবন। সেই ভবনের জায়গা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। চিকিৎসা সংক্রান্ত কারনে রাজ্যের বহু মানুষ মুম্বাই যান বিভিন্ন সময়। মুম্বাইতে গিয়ে তাদের থাকতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকার মুম্বাইতে ত্রিপুরা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
যথারীতি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার মুম্বাইতে প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান মুম্বাইতে কোন ত্রিপুরা ভবন নেই।
তাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে মুম্বাইতে ত্রিপুরা ভবন নির্মাণের।ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে।এই জায়গা থেকে টাটা ক্যান্সার হাসপাতালের দূরত্ব ৫ কিলোমিটার। ইতিমধ্যে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য মন্ত্রিসভার বৈঠকে ১০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ত্রিপুরা ভবনটি নির্মাণ হয়ে গেলে রাজ্যের মানুষ মুম্বাইতে যাওয়ার পর থাকার ক্ষেত্রে সুবিধা হবে বলে আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন দেখার কত দ্রুত নির্মাণ কাজ শুরু হয়।