Site icon janatar kalam

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে মডার্ন ক্লাব সাড়ম্বরে শারদ উৎসবের আয়োজন করতে চলেছে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে সময় কম। সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। মডার্ন ক্লাবও এবছর শারদ উৎসবে ব্রতী হচ্ছে।৭ অক্টোবর মডার্ন ক্লাবের শারদ উৎসবের মন্ডপ ও ক্লাবের শারদ স্মরণিকা প্রতিবিম্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

শুক্রবার মডার্ন ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান এবারের পূজা কমিটির সম্পাদক আশিস দেব সহ অন্যান্যরা। রাজধানীর নাগেরজলাস্থিত মডার্ন ক্লাব সাড়ম্বরে শারদ উৎসবের আয়োজন করতে চলেছে। কিন্তু মডার্ন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তারমধ্যে অন্যতম হচ্ছে রাজ্যে প্রকাশিত শারদ স্মরণিকা গুলির মধ্যে সেরা পাঁচটি স্মরণিকাকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া। রাজ্যের বিশিষ্ট লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত বিচারক মন্ডলী সেরা স্মরণিকা গুলি নির্বাচন করবেন।

 

 

Exit mobile version