Site icon janatar kalam

বাংলা নারীদের জন্য নিরাপদ জায়গা নয় : রাজ্যপাল

 

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস সোমবার বলেছেন যে বাংলা মহিলাদের জন্য নিরাপদ জায়গা নয়। বাংলার নারীরা ব্যর্থ হয়েছে। সমাজ নয়, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে তার নারীদের সুরক্ষা দিতে। তিনি বলেছিলেন যে বাংলাকে তার প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে হবে, যেখানে নারীদের সমাজে সম্মানজনক স্থান ছিল।

এখন নারীরা গুন্ডাদের ভয় পায়। সরকারের অসংবেদনশীলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিষয়ে রাজ্যপাল বলেন, আমি (ভুক্তভোগীর) মায়ের অনুভূতিকে সম্মান করি। আইন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করবে।

রক্ষাবন্ধন উপলক্ষে রাজভবনে মহিলা নেত্রী ও চিকিৎসকদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র দুর্বল হচ্ছে। এই কাজ করতে পারে না. আজ আমাদের মেয়ে-বোনদের রক্ষার শপথ নিতে হবে। সমাজ এমন হওয়া উচিত যেখানে নারীরা সুখী ও নিরাপদ বোধ করে। আমরা আমাদের বোনদের প্রতি আমাদের মিশনে ব্যর্থ হয়েছি। পুরুষদের এখনও নিজেদের উন্নত করার সময় আছে।

Exit mobile version